চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়া সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৫ | ৮:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

আজ শুক্রবার  ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জসীম উদ্দিন  ইয়াবা উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল  উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। ওই সময় মিয়ানমার হতে একজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাকে থামাতে সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারি দ্রুত দৌড়ে খালে ঝাঁপিয়ে পড়ে এবং খাল সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে লুঙ্গিতে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

 

পরবর্তীতে টহল দল একই স্থানে পুনরায় ওত পেতে থাকলে রাত পৌনে ১টার দিকে আরও একজনকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখলে টহল দল তাকে ধাওয়া করে। চোরাকারবারি বিজিবির ধাওয়ায় দ্রুত খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে চলে যায়। পরে ওই স্থানে তল্লাশি করে লাল রঙ্গের গামছায় মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

 

পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিজিবি সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট