চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফাইল

সীতাকুণ্ডে ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘণ্টা অচল সোনার বাংলা এক্সপ্রেস

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইঞ্জিন বিকল হয়ে প্রায় আড়াই ঘন্টা আটকে থাকার পর ছেড়ে গেল সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ফৌজদারহাট ছেড়ে এসে-কুমিরা ষ্টেশানের কাছাকাছি স্থানে অচল হয়ে যায়। এ সময় ট্রেন চালক চট্টগ্রামে খবর পাঠালেও ইঞ্জিন আসতে দেরি হওয়ায় অস্থির হয়ে উঠে ট্রেনটির যাত্রীরা। পরে ইঞ্জিন আনা হলেও দীর্ঘ প্রায় আড়াই ঘন্টায় পূর্বের ইঞ্জিনটি রেখে নতুন ইঞ্জিনে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম ষ্টেশান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি ৫টা ৫০ মিনিটের দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট-ভাটিয়ারী পার হয়ে কুমিরা ষ্টেশানে প্রবেশের আগে হটাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কিছুক্ষন চেষ্টা করার পর ট্রেন চালক ইঞ্জিন বিকল দেখলে সচল অন্য একটি ইঞ্জিন পাঠানোর জন্য চট্টগ্রাম ষ্টেশানে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন ইঞ্জিন এসে পৌঁছায়। কিন্তু আগের ইঞ্জিন সরিয়ে নতুন ইঞ্জিন সংযুক্ত করতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় যাত্রীরা অস্থির হয়ে উঠে। যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

 

চট্টগ্রাম থেকে ঢাকার মোহাম্মদপুরগামী এক যাত্রী চট্টগ্রাম কাজীর দেওড়ির বাসিন্দা ব্যবসায়ী নুরুল ইসলাম মুঠো ফোনে জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসার ২০-২৫ মিনিটের মধ্যে সীতাকুণ্ডের কুমিরা ষ্টেশানের কাছাকাছি এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আধ ঘন্টার মধ্যে অন্য ইঞ্জিন আসলেও তা স্থাপন করতে দীর্ঘ সময় লেগে যায়। শেষে রাত ৮টা ৫ মিনিটের দিকে এটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে।

 

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্স এস.আই তাপস মিত্র জানান, সোনার বাংলা এক্সপ্রেস যথাসময়ে ফৌজদারহাট এলাকায় অতিক্রম করে যায়। এর কিছুক্ষন পর জানা যায় এটি কুমিরা ষ্টেশানের আগে বিকল হয়ে দাড়িয়ে আছে। তবে অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম থেকে অন্য একটি ইঞ্জিন আসে। কিন্তু তা সংযুক্ত করতে কিছু সময় লাগে। ততক্ষন এটি দাড়িয়ে ছিলো।

 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আশরাফ ছিদ্দিক বলেন, সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন মাগরিবের সময় সীতাকুণ্ড ষ্টেশান অতিক্রম করে ঢাকা অভিমুখে যায়। কিন্তু আজ ইঞ্জিন বিকল হওয়ায় সেটি রাত ৮টা ২০ মিনিটে সীতাকুণ্ড ষ্টেশান অতিক্রম করে গন্তব্যের দিকে গেছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট