
চট্টগ্রামের হাটহাজারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আহত অদিতি দেবী (৯) এবং অজয় দেব নাথ (৮) মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অদিতি দেবী লোকনাথপল্লীর শংকর নাথের কন্যা এবং অজয় দেব নাথ রিটন নাথের ছেলে।
বৃহস্পতিবর (১৬ অক্টোবর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিম নাসিম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সহকারী শিক্ষা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান বলেন, উপজেলায় কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্য আবেদন করা আছে। বরাদ্দ পেলে নির্মাণ কাজ শুরু করা হবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, বিষয়টি খুব দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষের ছাদের কিছু অংশের পলেস্তারা হঠাৎ নিচে খসে পড়ে অজয়ের মাথা ও হাতে এবং অদিতির মাথায় আঘাত লাগে।
পূর্বকোণ/এএইচ