চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ইয়াবার মামলায় কাভার্ডভ্যান চালক ও সহকারীর যাবজ্জীবন

চট্টগ্রামে ইয়াবার মামলায় কাভার্ডভ্যান চালক ও সহকারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৫ | ২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার ৩৯ হাজার পিস ইয়াবার মামলায় কার্ভাডভ্যানের চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই আদেশ দেন।

দণ্ডিতরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে চালক মো.জাহাঙ্গীর (২৬) এবং উখিয়া থানার বালুখালী ইউনিয়নের সীজারিঘোনা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে মো.আজিজুল হক (২৯)।

 

আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ডভ্যান থেকে লুকানো ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

 

অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ৫ জনের সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো.জাহাঙ্গীর ও মো.আজিজুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত দুই আসামি জামিনে গিয়ে পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট