চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চুয়েট ছাত্রলীগের সাবেক তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চুয়েট ছাত্রলীগের সাবেক তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাউজান সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৫ | ৮:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮ সালে দুই শিক্ষার্থীকে চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

তারা হলেন, চুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ ইমাম বাকের, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন (সম্রাট) এবং সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জী।

 

জানা গেছে, ভুক্তভোগী দুই সাবেক শিক্ষার্থী জামিল আহসান ও মাহমুদুল ইসলাম ২০২৫ সালের মার্চে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিনের আদালতে পৃথক দুটি মামলা করেন। তারা দুজনই চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

চট্টগ্রামের রাউজান থানার তদন্ত শেষে মামলার চার্জশিট গতকাল আদালতে দাখিল করা হয়। এর পর আদালত তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

ভুক্তভোগীদের পক্ষের আইনজীবী ইমরানুল হক বলেন, “অভিযুক্তরা ভুক্তভোগীদের ক্লাস ও পরীক্ষা থেকে বঞ্চিত করেছে, চাঁদা দাবি করেছে এবং অস্বীকৃতি জানালে নির্যাতন করেছে—এসবই গুরুতর অপরাধ। রাউজান থানার সুষ্ঠু তদন্ত শেষে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, তা ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

 

তিনি আরও বলেন, “অপরাধীরা পরবর্তীতে চাকরিজীবনে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু ভুক্তভোগীরা শিক্ষা ও জীবনে পিছিয়ে পড়েছে। আদালতের আদেশ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে তাদের ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশা করি।”

 

মাহমুদুল ইসলাম বলেন, “আমাদের এই আইনি লড়াই ইনসাফের লড়াই। সাত বছর ধরে আমরা ন্যায়বিচার পাইনি। যারা আমাদের নির্যাতন করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমাজ যেন অন্যায়ের শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, সেই আহ্বান জানাচ্ছি।”

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট