চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় মাস মেরিন একাডেমি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে শিক্ষার্থী আহত

আনোয়ারায় মাস মেরিন একাডেমি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে শিক্ষার্থী আহত

আনোয়ারা সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৫ | ৫:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় মাস মেরিন একাডেমির ভবনের ছাদ থেকে লাফ দিয়ে সপ্তম বর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিক্ষার্থীটি চিকিৎসাধীন রয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে একাডেমির ভেতরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মো. মুশফিক (২১) ৷ তিনি সপ্তম বর্ষের শিক্ষার্থী।

 

একাডেমি কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীটি পরীক্ষায় নকল করার বিষয়ে শিক্ষক বকাবকি করলে অভিমান করে একাডেমির তৃতীয় তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

 

আহত শিক্ষার্থীর আত্মীয় সায়েম সরোয়ার বলেন, একাডেমি থেকে মুশফিককে আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদেরকে খবর দিলে মেডিকেলে আসি। কর্তৃপক্ষ বলছে সে আত্মহত্যার চেষ্টা করছে।

 

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার বলেন, পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর শিক্ষকদের বকুনি খেয়ে আনোয়ারায় মাস মেরিন একাডেমির এক শিক্ষার্থী ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে আত্মহত্যার চেষ্টা হিসেবে বিবেচনা করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট