
রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আহতদের দ্রুত সুস্থতায় প্রার্থনা করা হয়েছে। একইসঙ্গে মিরপুরে ঘটে যাওয়া দুঃখজনক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রকাশিত কিছু মিডিয়া রিপোর্টে প্রচারিত বিভ্রান্তিকর ও সংবেদনশীল শিরোনাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিজিএমইএ।
বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় বিজিএমইএ।
বিবৃতিতে বলা হয়- ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডটি একটি কেমিক্যাল গুদামে শুরু হয়। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া নিকটবর্তী প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, যার ফলে দুঃখজনকভাবে প্রাণহানির ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়- যেসব প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে- সেগুলো বিজিএমইএ’র সদস্য নয়, কোনো স্বীকৃত শিল্প সংস্থার সঙ্গে সম্পর্কিত নয় এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)’র আওতায়ও পড়ে না। তাই এই ইউনিটগুলো বাংলাদেশের রপ্তানিমুখী প্রস্তুত পোশাক (আরএমজি) শিল্পের অংশ নয়।
আমরা DIFE এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, জড়িত প্রতিষ্ঠানগুলো সমস্ত প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধনসহ ফায়ার সেফটি ক্লিয়ারেন্সের আওতায় বৈধভাবে পরিচালিত হচ্ছে কি না তা যাচাই করুন।
বিবৃতিতে জানানো হয়- বিজিএমইএ শিল্পে সর্বোচ্চমানের কমপ্লায়েন্স বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করে যাতে কোনো অবৈধ কারখানা নিয়ন্ত্রক নজরের বাইরে পরিচালনা করতে না পারে এবং এ রকম দুঃখজনক ঘটনা না ঘটে। এছাড়াও আমরা ভুক্তভোগীদের জন্য স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ