
অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য মেয়াদ টেম্পারিং করার দায়ে বাকলিয়ার মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার ( ১৩ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিবন্ধন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ, মেয়াদ টেম্পারিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাকলিয়া থানার পুলিশ ফোর্স অভিযানের সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ