চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে অবৈধভাবে বসবাসরত ২৮ রোহিঙ্গা আটক, আশ্রয়দাতা গ্রেপ্তার

টেকনাফে অবৈধভাবে বসবাসরত ২৮ রোহিঙ্গা আটক, আশ্রয়দাতা গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার পাড়ায় অবৈধভাবে বসবাসরত নারী-শিশুসহ ২৮ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা স্থানীয় এক যুবককেও গ্রেপ্তার করা হয়।

 

রবিবার (১২ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তার আশ্রয়দাতা হলেন- হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার পাড়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে বোরহান উদ্দিন (১৮)।

 

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে ভাড়া বাসা নিয়ে বসবাস করছে। এমনকি জায়গা কিনে স্থায়ীভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তারা খুন, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

 

ইতিপূর্বেও র‌্যাব-১৫ একাধিক অভিযানে ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের আটক করেছে। ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস রোধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান প্রতিরোধে আমাদের সাড়াশি অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট