চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চবিতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ নানা উদ্যোগ
ফাইল ছবি

চবিতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ নানা উদ্যোগ

ফুয়াদ মন্ডল, চবি

১২ অক্টোবর, ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের বাকি আছে আর মাত্র ৩ দিন। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। এবারের নির্বাচনে ভোট গণনা, স্বচ্ছতা ও নিরাপত্তার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাঁচ স্তরে নিরাপত্তা ব্যবস্থাসহ সুষ্ঠু ভোটগ্রহণ ও স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশের জন্য এসব ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড.মনির উদ্দিন।

 

থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা : চাকসু নির্বাচনে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি পয়েন্টগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দ্বিতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের গোডাউনের সামনের রাস্তায় এবং বিবিএ ফ্যাকাল্টির সামনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। তৃতীয় স্তরে প্রতিটি ভোটকেন্দ্র ব্যারিকেড দিয়ে ঘেরা হবে যেখানে শুধুমাত্র ভোটাররা প্রবেশ করতে পারবে। তবে কোন প্রার্থী সেই কেন্দ্রের ভোটার হলে তিনি ঢুকতে পারবেন তবে ভোট প্রদানের পর এক মুহূর্তও থাকতে পারবেন না। চতুর্থ স্তরে যে ভোটার যে কেন্দ্রে ভোট দিতে পারবে তিনি শুধুমাত্র সেখানে ঢুকতে পারবে। শেষে ভোট কেন্দ্রে প্রবেশের পর ভোটারদের সিরিয়াল অনুযায়ী নির্ধারিত কক্ষে প্রবেশ করে রিটার্নিং অফিসার থেকে ভেরিফিকেশন শেষে ব্যালট পেপার গ্রহণ করবেন এবং ভোট প্রদান করবেন।

 

স্বচ্ছতা আনয়নে ব্যবহার করা হবে এলইডি স্কিন

নির্বাচনের ভোটগ্রহণ এবং ভোট গণনার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে ভিডিওতে ধারণ করা হবে। এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ভোটকেন্দ্র খোলার পূর্ব প্রস্তুতি, যেমন ব্যালট বাক্স সিলকরার পূর্বে খালি বাক্স উপস্থিত সাংবাদিকদের দেখানো, ব্যালট বাক্স সিলকরণ এবং নির্বাচন সামগ্রী প্রস্তুত দেখানো হবে। সেই সঙ্গে ভোট প্রদান প্রক্রিয়া, যেখানে ভোটারদের উপস্থিতি, পরিচয় যাচাই, ব্যালট বিতরণ ও ভোট প্রদানের ধাপ, ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স পুনরায় সিল ও নিরাপদে সংরক্ষণ, ভোট গণনার সময় ব্যালট বাক্স খোলা, এজেন্ট ও পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ সবকিছুই দেখানো হবে এলইডি স্ক্রিনে।

 

কেমন হবে ব্যালটবাক্স : নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবহার করা হবে স্বচ্ছ ব্যালট বাক্স। বাইরে থেকে স্বচ্ছ এই বাক্সে ব্যালট পেপার দেখা গেলেও কোন প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে তা দেখা যাবে না বাইরে থেকে। প্রতিটি কক্ষে থাকবে পাঁচটি করে ব্যালট বাক্স।

 

ভোটকেন্দ্রগুলো কোথায় হবে?

নির্বাচনের ভোটগ্রহণ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের জন্য প্রস্তুত করা হচ্ছে ৬৫ থেকে ৭০টি কক্ষ। প্রতিটি কক্ষে থাকবে পাঁচটি ব্যালট বাক্স এবং পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। যে পাঁচটি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো, আইটি ভবন (ইঞ্জিনিয়ারিং অনুষদ), শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন (কলা ও মানববিদ্যা অনুষদ নতুন ভবন), বিজ্ঞান অনুষদ ভবন, ড. মুহাম্মদ ইউনূস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন।

 

ব্যালট পেপার কতটি হবে? এবং কি কি থাকবে পেপারে?

চাকসু এবং হল সংসদ নির্বাচনের জন্য ভোটাররা কেন্দ্রীয় (চাকসু) নির্বাচনে চারটি পৃথক ব্যালট পেপার এবং প্রতিটি হলে একটি করে ব্যালট ব্যবহার করবেন। প্রার্থীর নাম ও ব্যালট নম্বর ও অপূরণকৃত বৃত্ত সংবলিত একটি পেপার থাকবে। ভোটার যে প্রার্থীকে ভোট প্রদান করবে, সেই প্রার্থীর নাম ও ব্যালট নাম্বারের পাশে বৃত্ত ভরাট করতে হবে। একাধিক বৃত্ত ভরাট করলে ভোটটি বাতিল বলে গণ্য হবে। নির্বাচনে ব্যালট পেপারে থাকবে ২৪ অঙ্কের একটি নিরাপত্তা কোড ও একটি গোপন কোড। যা ওএমআর মেশিনে শনাক্ত করা যাবে।

 

কতক্ষণ সময় পাবেন ভোটাররা-

নির্বাচনে ভোটারদের চাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, আমরা আনুমানিক হিসাব করেছি, ১ জন ভোটারের ৪০টি ভোট দিতে প্রায় ১০ মিনিট লাগবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো সময় বেধে দেওয়া হবে না। ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন।

 

কেমন হবে ভোট গণনা প্রক্রিয়া?

ভোট গণনা করা হবে স্ক্যানিং পদ্ধতিতে। প্রত্যেকটি ভবনের রিটার্নিং কর্মকর্তার কক্ষে ভোট গণনা হবে। ভোট গ্রহণ শেষে প্রথমে স্ক্যানার দিয়ে ভোট গণনা সম্পন্ন করা হবে। এই পর্যায়ের ভোট গণনার শেষে একদিকে ফলাফল প্রস্তুত চলবে একই সাথে বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্টরও আবার ভোট গণনার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর দুই সেক্টরের রেজাল্ট মিলিয়ে ফলাফল ঘোষণা করা হবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট