
টেকনাফের মৌলভীপাড়া থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায় নি। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্রসমূহের মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা পিস্তল বল, একটি শটগান, ৫ রাউন্ড শটগান তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় তার বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ