
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার সিকান্দার হোসেন রানা (৩৯)কে আজ শুক্রবার (১০ অক্টোবর) স্পেশাল কোর্টে তোলা হয়েছে। এ সময় কোর্ট প্রাঙ্গণে তার অনুসারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।
সিকান্দার হোসেন রানা (৩৯)কে গতকাল বৃহস্পতিবার জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণকারী ডিউটি পুলিশ তথ্য পাঠালে কোতোয়ালী থানা পুলিশের তিনটি গাড়ি এসে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। আটককৃতরা হল তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম আরও বলেন, আসামি আদালতে তোলার সময় কয়েকজন স্লোগান দেন; পরে তাদের ধাওয়া করে আটক করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই চলছে।
আটককৃতদের বিরুদ্ধে কী ধারা প্রযোজ্য হবে তা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পূর্বকোণ/পারভেজ