
বোয়ালখালীতে ঘরের ছাদ থেকে ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোহেলের ঘরের ছাদ থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাপটি উদ্ধার করে বন বিভাগের লোকজনকে বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ নুরুল আবছার ও কৃষ্ণ আচার্য্য।
উদ্ধারকারী নুরুল আবছার বলেন, গত রাতে আমার মেয়ে ফোন করে জানায় তার শ্বশুর বাড়ির ছাদে সাপ উঠেছে। সকালে ছাদ থেকে ধরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটি নিয়ে গেছে।’
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক বলেন, বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি হবে।
পটিয়া সহকারী রেঞ্জ বন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সাপটি হেফাজতে নেওয়া হয়েছে। প্রথমে রেঞ্জ অফিসে নেওয়া হবে, পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নিরাপদ বনে অবমুক্ত করা হবে।
পূর্বকোণ/পূজন/এএইচ