
দেশে আনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় মৃত্যু হওয়া আব্দুল হামিদের (৪৫) মরদেহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় লাল-সবুজের পাতাকায় আবৃত কফিনে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিমান বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি ১২৮ ফ্লাইটে তার মরদেহ এসে পৌঁছায়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের বরাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আব্দুল হামিদ চট্টগ্রামের রাউজানের মৃত আব্দুল ছালামের ছেলে। গত ২২ সেপ্টেম্বর আমিরাতে তার মৃত্যু হয়।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে তার স্ত্রী কোহিনুর আক্তার জানিয়েছেন।
পূর্বকোণ/এএইচ