চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২৫ | ৩:৫৮ অপরাহ্ণ

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল কমিটি এই ঘোষণা দেয়।

এবার নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নামও আলোচনায় ছিল। তিনি নিজেও পুরস্কারটি পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো।

ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

গত বছর (২০২৪) পারমাণবিক বোমা হামলার শিকার ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী জাপানি সংগঠন নিহন হিদানকিও নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। তারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে কাজ করছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর নোবেল পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংগঠন বা প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল।

উল্লেখ্য, ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফজাই। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেল পাননি। অপরদিকে, ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে পুরস্কার পেয়েছিলেন জোসেফ রোটব্লাট—যিনি এখন পর্যন্ত সবচেয়ে প্রবীণ নোবেলজয়ী।

এছাড়া এখন পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন