চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় চুরির অভিযোগে হোটেল বয়ের চুল কেটে শরীরে আলকাতরা!

আনোয়ারা সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির অভিযোগে মো. হিরু আলম (৩০) নামে এক হোটেল বয়ের চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে জনসম্মুখে ঘোরানো হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকার টানেল রেস্টুরেন্টে।

ভুক্তভোগী হিরু কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি টানেল রেস্টুরেন্টে অস্থায়ীভাবে কাজ করছিলেন বলে জানান হোটেলটির স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়, যখন নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হিরুকে রাস্তায় ঘোরানো হচ্ছে চুল কাটা ও শরীরে আলকাতরা মাখানো অবস্থায়। বিভিন্ন মহল থেকে এটিকে মানবাধিকার লঙ্ঘন ও মব জাস্টিসের (গণবিচার) উদাহরণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়।

হোটেল মালিকের বক্তব্য জানতে চাইলে টানেল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ বলেন, প্রায় ৫ দিন আগে হিরু আমাদের রেস্টুরেন্টে অর্ধবেলা কাজ করেছিল।

পরে সহকর্মীর দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি, তিনি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার আলিফ হোটেলে কাজ করছে। আজ বিকেলে সেখান থেকে ধরে এনে হোটেলে নিয়ে আসি।

তিনি আরো দাবি করেন, আমার রেস্টুরেন্টের স্টাফরা তাকে দুষ্টুমি করে চুল কেটেছে। তবে মারধর করা হয় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, কর্মচারীকে মারধর, চুল কাটা ও শরীরে আলকাতরা লাগিয়ে জনসম্মুখে ঘোরানোর ঘটনায় হোটেলটির মালিককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট