চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় লরি চালক নিহত
প্রতীকী ছবি

ইনানী মেরিন ড্রাইভে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

৮ অক্টোবর, ২০২৫ | ১২:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একজন পর্যটক নিহত হয়েছেন। কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ইনানী মেরিন ড্রাইভের ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ-১৪-৮৩৭৩ নম্বরের একটি প্রাইভেটকার কক্সবাজার থেকে ইনানীর দিকে যাচ্ছিল। এ সময় ইনানী থেকে ট্যুরিস্ট নিয়ে কক্সবাজারের দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

 

সংঘর্ষে অটোরিকশায় থাকা পর্যটক এ কে এম জিয়াউল করিম (৪৫) গুরুতরভাবে আহত হন। তিনি চট্টগ্রামের জালালাবাদ পশ্চিম খুলশি এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।

 

আহত অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে।

 

দুর্ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দেন। ইনানী পুলিশ ফাঁড়ি দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার এবং ব্যাটারিচালিত অটোরিকশা দুটোই জব্দ করেছে।

 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, নিহত পর্যটকের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট