
দেশের বাজারে স্বর্ণের দামে সবোর্চ্চ রেকর্ড সৃষ্টি করছে । সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে।
নতুন দামের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়, যা পূর্বের দামের চেয়ে ৩ হাজার ১৫০ টাকা বেশি। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম।
সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
তবে রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে রুপার দাম অপরিবর্তিত থাকছে-২২ ক্যারেট: ভরি ৩,৬২৮ টাকা, ২১ ক্যারেট: ভরি ৩,৪৫৩ টাকা, ১৮ ক্যারেট: ভরি ২,৯৬৩ টাকা ও সনাতন পদ্ধতি: ভরি ২,২২৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের এই রেকর্ড মূল্যবৃদ্ধি সম্পর্কে বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির প্রভাব পড়ছে দেশের খুচরা বাজারেও। ফলে ক্রেতাদের জন্য স্বর্ণ এখন আরও বেশি ‘বিলাসদ্রব্যে’ পরিণত হচ্ছে।
পূর্বকোণ/পারভেজ