চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে ৯৯৯-এ ফোন, তিন ঘণ্টার ব্যবধানে অপহৃতের মুক্তি
গ্রেপ্তার চার অপহরণকারী 

রাউজানে ৯৯৯-এ ফোন, তিন ঘণ্টার ব্যবধানে অপহৃতের মুক্তি

রাউজান, সংবাদদাতা

৬ অক্টোবর, ২০২৫ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে অপহৃত এক সবজি ব্যবসায়ীকে উদ্ধার এবং নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দিবাগত রাতে উপজেলার রমজান আলী হাটের পশ্চিম পাশে বটতল এলাকা থেকে অপহৃত মিলাদ হোসেনকে উদ্ধার করা হয়।

 

পরে অপহৃতের দেওয়া তথ্য অনুযায়ী মো. ফোরকান উদ্দিন প্রকাশ বাপ্পী (৩৮) মো. আল আমিন (৪৩), মো. মঈনুদ্দিন (৩৬) ও মো. শরিফ প্রকাশ সৌরভ (৩০) নামের চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুটের ৯৫০০ টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে সবজি ব্যবসায়ী মিলাদ হোসেন নগদ টাকা নিয়ে পিকআপ যোগে কাউখালী থেকে চট্টগ্রাম আসছিলেন। রাত আনুমানিক ১০টার সময় তিনি রাউজান পৌরসভার বেরুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশা যোগে আসা পাঁচজন অপহরণকারী পিকআপটির গতিরোধ করে। এরপর কয়েকজন মিলে জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে সিএনজিতে তুলে নিয়ে যায়। তারা ওই ব্যবসায়ীর নিকট ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় পিকআপের চালক “জাতীয় জরুরি সেবা-৯৯৯”-এ ফোন করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেন। রাত আনুমানিক ১টায় তিন ঘণ্টার ব্যবধানে চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

 

ভুক্তভোগীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলমান ও পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট