চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

৬ অক্টোবর, ২০২৫ | ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মা হামিদা বেগমকে আটক করেছে পুলিশ। 

 

নিহত কাউসার নারায়ণহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইদিলপুর বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার প্রথম পুত্র।

 

সোমবার (৬ অক্টোবর) সকালে পুলিশ নিহতের ঘরের শয়নকক্ষ হতে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের মা হামিদা বেগম জানান, তার ছেলে কিছুদিন ধরে ঘুমের ওষুধ সেবন করতো এবং এলাকার কিছু ব্যক্তির সাখে তার লেনদেন ছিল। বিভিন্ন বিরোধের জেরে সে রবিবার মির্জারহাটে মারধরের শিকার হয়। আজ সকালে বিছানায় তার নিথর দেহ এলোমেলো অবস্থায় দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি ও পুলিশকে খবর দেয়া হয়।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট