চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে রাজমিস্ত্রি পরিচয়ে মাদক ব্যবসা, রোহিঙ্গা দম্পতি আটক

টেকনাফে রাজমিস্ত্রি পরিচয়ে মাদক ব্যবসা, রোহিঙ্গা দম্পতি আটক

টেকনাফ সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ণ

টেকনাফ পৌর সদরে একটি ভাড়া বাসা থেকে ৯ হাজার ৪’শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছি বিজিবি।  

 

আটককৃতরা হলো- জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) এবং তার স্ত্রী রাবিয়া (৩৫)।

 

রবিবার (৫ অক্টোবর) ভোর ৫টায় ইসলামাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। 

 

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে পাচার হওয়া ইয়াবার একটি চালান টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে বিজিবির একাধিক টিম ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান শুরু করে। এ সময় ইসলামাবাদ এলাকার নেজাম নামে একজনের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আইয়ুব ও তার স্ত্রী রাবিয়াকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (নারকোটিক্স) অনুসন্ধানে আইয়ুবের বাসার ভিতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, আটক আইয়ুব রোহিঙ্গা নাগরিক। সে দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এলাকায় বসবাস করছিল। সে অটোমেকার, অটোচালক এবং সর্বশেষ রাজমিস্ত্রির পেশার আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এছাড়া সে মাদক কারবারি ঈসমাইলের সহযোগী এবং মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে একাধিক হাত বদলে স্থানীয় ও অন্য মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিত। তার স্ত্রী রাবিয়াও এই অবৈধ কার্যক্রমে তার সহযোগী ছিল। তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারি ইসমাইলকে ধরতে অভিযান চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট