চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক

টেকনাফে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক

টেকনাফ সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকা থেকে মানবপাচার চক্রের ৩ নারীসহ ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় আরও ৪ পাচারকারী পালিয়ে যায়।

 

আটককৃতরা হলো-সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রীপাড়ার বাসিন্দা প্রবাসী মো. তাহেরের স্ত্রী শামসুন্নাহার (৩৫), ২০ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), ২৬ নম্বর শালবাগান এফডিএমএন ক্যাম্প মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), ২০ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্পের আবদুস সামাদের ছেলে হারুন (৩৫), ২৬ নম্বর শালবাগান এফডিএমএন ক্যাম্প সৈয়দ আহমদের ছেলে ইউসুফ আলী (৪৭)।

 

রবিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। গোপন সূত্রে জানতে পারি, সাগরপথে মিয়ানমার হতে পাচার করতে বেশ কিছু বিদেশি নাগরিককে পাচারকারী চক্র টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। এমন তথ্য পাওয়ার পর গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার শামসুন্নাহারের বাড়িটি ঘেরাও করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের দুইজন সন্দেহভাজন বাড়ির পিছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় দ্রুত বাড়ির ভেতর থেকে মানব পাচারকারী চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়।

 

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বাড়ির মালিক শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার করতে আনা লোকজনকে সাময়িকভাবে তার বাড়িতে লুকিয়ে রাখতেন। তারা মিয়ানমার থেকে লোকজনকে অবৈধভাবে পাচার করে এনে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যায় এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদেরকে এফডিএমএন কার্ড পেতে সাহায্য করারও কাজ করে থাকে। মানবপাচার চক্রের সদস্যদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় কালু মিয়া (৩৫), হাশেম মোল্লা (২৫) ও অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট