চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি সংবাদদাতা

৪ অক্টোবর, ২০২৫ | ১১:৩৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি সদর উপজেলা, পৌরসভা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুইটি আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে।

 

শনিবার (৪ অক্টোবর) খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে সদর ও পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। একইদিন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট