
চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপাত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আরো ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ভোরে উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর পাহাড়ে এ ঘটনা ঘটে। একজন নিহতের কথা পুলিশ স্বীকার করলেও তার নাম পরিচয় দিতে পারেনি।
এলাকাবাসী জানিয়েছেন শনিবার ভোর পযন্ত দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে উত্তপ্ত ছিলো জঙ্গল সলিমপুর। গোলাগুলিতে জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)সহ ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া একজন নিহত হয়েছে। হতাহতরা সবাই সন্ত্রাসী বলেও দাবি করেছে এলাকাবাসী।
এদিকে এ বিষয়ে জানতে চেয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সংঘর্ষে একজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানি না। লাশ কোথায় আছে সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে আধিপাত্য বিস্তার নিয়ে শুক্রবার রাত থেকে গন্ডগোলের কথা শুনেছি। কে বা কারা এসব করছে তা জানি না। আমি এসব জানতে পেরে পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষা করতে বলেছি। কিন্তু সেখানে একজন নিহত বা আহত হবার তথ্য আমার কাছে নেই।
পূর্বকোণ/পারভেজ