চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাক বাহিনীর হামলা, নিহত ১৪

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাক বাহিনীর হামলা, নিহত ১৪

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৫ | ১১:০৭ অপরাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান জেলার খুজদার জেলার জেহরি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ‘ভারতের মদদপুষ্ট গোষ্ঠীর’ অন্তত ১৪ জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১৪ ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং আরও ২০ জন আহত হয়। বাকি ‘সন্ত্রাসীদের’ নির্মূলে নিরাপত্তা বাহিনী অটল অবস্থানে রয়েছে।

কয়েক দিন আগেই বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (আইবিও) পরিচালিত আরেক অভিযানে সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়। আইএসপিআর জানায়, অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয় এবং তীব্র লড়াইয়ে সাত ‘ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়।

এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৫ সালে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে সহিংসতার ঘটনা ৪৬ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে দেশজুড়ে ৩২৯টি সহিংস ঘটনায় অন্তত ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে।

৯০১ মৃত্যুর মধ্যে ৫১৬ জন বা ৫৭ শতাংশই ছিল ‘সন্ত্রাসী’। বাকি ৩৮৫ জনের মধ্যে ২১৯ জন সাধারণ নাগরিক এবং ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তানে, যা দেশের মোট সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি।সুত্র- জিও নিউজ

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন