চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

আবুধাবিতে ৬৭ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

আবুধাবিতে ৬৭ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

ইউএই প্রতিনিধি

৪ অক্টোবর, ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে ভাগ্য পরিবর্তনের লটারি জন্ম দিয়েছেন নতুন অবিশ্বাস্য রূপকথার। আবুধাবির জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারির গ্র্যান্ড প্রাইজ ২০ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি টাকায় ৬৭ কোটিরও বেশি জিতেছেন বাংলাদেশি ট্যাক্সিচালক।

 

সংযুক্ত আরব আমিরাতে ভাগ্য বদলের খোঁজে আসা লাখো প্রবাসীর মধ্যে এবার যেনো জ্যাকপট জিতলেন ৪৪ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হারুন সরদার নূর নবী সরদার।

 

শারজাহতে প্রাইভেট ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করা হারুন সরদারের বিজয়ী টিকিট নম্বরটি ছিল ০৩৫৩৫০। তিনি ৪৪ বছর বয়সী এবং শারজাহ  প্রবাসী। ২০০৯ সাল থেকে তিনি আমিরাতকে দ্বিতীয় নিবাস হিসেবে মনে করে আসছেন।

 

লাইভ ড্র চলাকালীন বিগ টিকেটের পক্ষ থেকে যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক, রিচার্ড এবং বুশরা হারুনকে জীবন বদলে দেওয়ার খবরটি জানান, তখন হারুন অবাক হয়ে যান। খবর পেয়ে, ভাগ্যবান হারুন বিস্ময়ে বিমূঢ় হয়ে যান।  তিনি তখন কেবল “ওকে, ওকে, ঠিক আছে” ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না। বাংলাদেশে তার পরিবার থাকেন। এই ড্রর বিজয়ী অর্থ টিকেট কেনায় অংশগ্রহণকারী আরও ১০ জনের সাথে ভাগ করে নেবেন।

 

তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছেন, জয়ের স্বপ্ন কখনও ছাড়েননি। শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি ভাগ্যবান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা আহমেদ নবীও আজ ৩ অক্টোবরের ড্রতে  একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন। তার বিজয়ী টিকেটের নম্বর হল ০২২১১৮।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন