
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে ৪ ঘণ্টা ২৫ মিনিট সাঁতরে ১০ কিলোমিটার পাড়ি দিয়েছে ৮ জন। শুক্রবার (৩ অক্টোবর) কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে বেংগল ডলফিন।
সাঁতারুদের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সাঁতার শিখুন, সাতাঁর করুন সুস্থ থাকুন জীবন বাঁচান’।
সাঁতার অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
সাঁতার শেষে আট সাঁতারুকে ফুল দিয়ে বরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, মিশন হাসপাতাল ডাক্তার বিলিয়ন শর্মা, মো.ইব্রাহিমসহ প্রমুখ।
পূর্বকোণ/এএইচ