চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত পেকুয়ার কাঠ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

৩ অক্টোবর, ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজারের ​পেকুয়া বাজারের কাঠ ব্যবসায়ী আবু ছালেক (৫৫)। ​চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২ অক্টোবর) মধ্যরাতে তিনি ইন্তেকাল করেন।

আবু ছালেক পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতিও ছিলেন।

​মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, মগনামা বাজার পাড়ার আবু ছালেক কয়েকদিন আগে মহেশখালী থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে চমেক হাসপাতালে তিনি মারা যান।

আজ শুক্রবার জুমার নামাজের পর মগনামা বাজারপাড়া কবরস্থান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্বকোণ/এমরান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট