চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
ছবিতে আটক আফসার উদ্দিন।

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

টেকনাফ সংবাদদাতা

২ অক্টোবর, ২০২৫ | ৯:২৭ অপরাহ্ণ

কক্সবাজারর টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মো. আফসার উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ফাইভ স্টার পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আফসার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।

সেনা বাহিনী সুত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার উদ্দিন  দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। আটককৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট