
দিন ব্যাপী অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি জঙ্গল থেকে ডাকাত দলের ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের একাধিক ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ, ৫টি বিভিন্ন সাইজের দা ও রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকার শহর মল্লুকের ছেলে মো. ওমর ফারুক (২৮), একই এলাকার মে. ফয়েজের ছেলে মো. জিসান (১৯), জাকের আহমেদের ছেলে জসিম উদ্দিন ওরফে বার্মাইয়া জসিম (২৬) ও মুসলিমনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মোবারক (২৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) চকরিয়া লামা-আলীকদম সড়কের কুমারি ব্রিজ এলাকায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে পর্যটকসহ স্থানীয় যাত্রীবাহী ৫টি গাড়িতে ডাকাতি করে। এ সময় বেশ ক’জন যাত্রীকে মারধর ছাড়াও কয়েকটি গাড়ি ভাংচুর করে ডাকাতরা। এঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/পারভেজ