
কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার ৪০০ ইয়াবাসহ ৩ হিজড়াকে আটক করেছে বিজিবি।
বুধবার (১ অক্টোবর) টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা বলে জানা গেছে।
আটকরা হলেন, টেকনাফ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড কায়ুকখালী পাড়ার সব্বির আহমদের ছেলে মো. জুবাইর (৫০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলমের ছেলে মোহাম্মদ জোবাইর (২৮) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত সৈয়দ আহমদের পুত্র ললিতা (৪০)।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খাইরুল আলম জানান, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় ৩ জন যাত্রীর শরীরে লুকায়িত অবস্থায় ১৬ হাজার ৪০০ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পাচারের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ তৃতীয় লিঙ্গের হিজড়াদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ