চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বিশেষ হজ প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১:২০ অপরাহ্ণ

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করা হয়।

হজ প্যাকেজের তথ্য অনুযায়ী, বিশেষ হজ প্যাকেজের মূল্য ৫১ হাজার টাকা বৃদ্ধি করে ৭ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ হজ প্যাকেজের মূল্য ২৭ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।

এর আগে রবিবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়।

হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট