
চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাধনপুর ইউনিয়নের ইস্কন মন্দিরের কাছের এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের মৃত আবদুল হকের ছেলে হাসান মনসুর (৫৪), একই ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে মো. সিরাজ (৫২) এবং ওসমান গণির ছেলে খোরশেদ আলম (২৪)।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিদর্শক একেএম আজাদ উদ্দিনের উপস্থিতিতে সেবনকৃত ইয়াবা ও গাঁজার অবশিষ্টাংশ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত হাসান মনসুর ও মো. সিরাজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং খোরশেদ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
পূর্বকোণ/পারভেজ