
চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত ও একজন আহত হয়েছে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় গাছবাড়িয়া ফিলিং ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পত্যক্ষ্যদর্শীরা জানায়, সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস অপর ১টি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ২ বাই সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী কিশোর মহিবুল ঘটনাস্থলে মারা যায়। অপর সাইকেল আরোহী তুষার (১৮) ঘটনাস্থলে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা বাসটি আটক করে ভাংচুর করে। প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
পূর্বকোণ/পারভেজ