
টেকনাফের শাহপরীরদ্বীপে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ- শাহপরীরদ্বীপ সড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার সাইফুল ইসলাম (৩০), কক্সবাজার সমিতি পাড়ার আব্দুর রউফ (২২) ও মহেশখালীর বাসিন্দা মো. হাছান (২২) বলে জানা গেছে। তাঁরা শাহপরীরদ্বীপে ভ্রমণে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে তিনজন যুবক মোটরসাইকেলে করে কাটাবনিয়া থেকে শাহপরীরদ্বীপ যাচ্ছিলেন। টেকনাফগামী একটি কাভার্ড ভ্যান (প্রিমিয়ার সিমেন্ট) এর সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই জন আরোহী স্পটডেথ হয়। পাশাপাশি আরেক আরোহী গুরুতর আহত হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইনজামামুল হক বলেন, গুরুতর আহত অবস্থায় মো. হাছান নামে এক যুবককে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, দুপুরে শাহপরীরদ্বীপ সড়কে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হন। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজারে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ