
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকায় উল্টো পথে আসা বাসের চাপায় মোহাম্মদ সোহেল (৩৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সোহেল আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় মাইক্রোবাস চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল গোলচত্বরে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো পথে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসচালক পালানোর চেষ্টা করে। পরে কর্ণফুলী টানেলের টোল প্লাজা থেকে চালক কবির হোসেন (৪২) ও তাঁর সহকারী সাগর আহমদ (২২) কে আটক করে পুলিশ। আটক কবিরের বাড়ি জামালপুর ও সহকারী সাগরের বাড়ি টাঙ্গাইল জেলায়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা মইজ্জারটেক চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালক ও সহকারীকে আটকের বিষয়টি জানায়।
নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আনোয়ারা কার-মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, বাসটি যদি নিয়ম মেনে গোলচত্বর ঘুরে আসত, তাহলে সোহেল হয়তো আজ বেঁচে থাকত। একটি চালকের অসতর্কতা বা নিয়মভঙ্গির কারণে এ ধরনের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালক ও সহকারীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সুমন/এএইচ