চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আড়ৎ আর খোলাবাজারের তফাৎ ‘আকাশ-পাতাল’
ফাইল ছবি

আড়ৎ আর খোলাবাজারের তফাৎ ‘আকাশ-পাতাল’

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর সবজির প্রধান আড়ত রিয়াজউদ্দিন বাজারে কাঁচাপেঁপের দাম পড়ছে প্রতি কেজি ১২ টাকা। সেই সবজিটি কিনা খোলা বাজারে বিক্রি হচ্ছে ২৫টাকা পর্যন্ত। শীতের আগাম সবজি-শিম খোলাবাজারে বিক্রি হচ্ছে ২২০টাকা পর্যন্ত, অথচ আড়তে সেটি মিলছে অর্ধেক দামে-১১০টাকায়। শুধু এই দুটি সবজি নয়-বেশিরভাগ সবজির দামই আড়ত আর বাজারের মধ্যে আকাশ-পাতাল তফাৎ।

 

আড়তদার আর গ্রাহকেরা বলছেন, পরিবহন খরচ, দোকান ভাড়া হিসেবের পর প্রতি কেজিতে ৫ টাকা বাড়তি রাখলেও মুনাফা হবে খোলাবাজারের ব্যবসায়ীদের। কিন্তু তারা সিন্ডিকেট করে প্রতি কেজিতে ১০-২০ টাকা থেকে দ্বিগুণ পর্যন্ত লাভ করছেন। শুরুতে তো দুটি সবজির দামের চিত্র দেওয়া হয়েছে।

 

গতকাল নগরীর বহদ্দারহাট ও দুই নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজারে দেখা যায় অন্যান্য সবজিগুলোর মধ্যে বেগুন ৯০-১০০টাকা, বরবটি ৭০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, কাকরোল ৭০-৮০টাকা, চিচিংগা ৬০-৭০টাকা, পটল ৫০-৬০ টাকা, ঢেঁড়শ ৬০-৭০টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫টাকায় বিক্রি হচ্ছে। অথচ রিয়াজউদ্দিন বাজারের আড়তে বেগুন ৫০, বরবটি ৫০, লাউ ২৫, কাকরোল ৪০, চিচিংগা ৪০, পটল ৩৫ টাকা, ঢেঁড়শ ৪০টাকা, মিষ্টি কুমড়া ২২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ৬০, বাঁধাকটি ৫০, ঝিংগে ২৫, চালকুমড়া ২০, শশা ৪০, ক্ষিরে ৩৫, মুলা ৪০, টমেটো ৮০, গাজর ৩০টাকায় বিক্রি হচ্ছে আড়তে। কিন্তু খোলাবাজারে সেই সবজির অনেকগুলো প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।

 

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী দৈনিক পূর্বকোণকে বলেন, ‘আড়তের সঙ্গে খোলাবাজারের প্রার্থক্য প্রতি কেজিতে ৫-৬টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে। সরকারি সংস্থাগুলো খোলাবাজারে তদারকি বাড়ালে এটি কমবে।’

 

তবে বহদ্দারহাটের সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘রিয়াজউদ্দিন বাজার থেকে বহদ্দারহাটে সবজি নিয়ে আসার ভাড়া, শ্রমিক খরচ ও দোকান ভাড়া পুষিয়ে লাভ কমই থাকে। এর বাইরে অনেক সবজি নষ্ট হয়ে যায়, সেগুলো বিক্রি করা যায় না। সে কারণে আড়তের সঙ্গে খোলাবাজারের বড় পার্থক্য থাকবে স্বাভাবিক।’

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট