চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চকরিয়ায় প্রাইভেটকার দুর্ঘটনায় আইনজীবী আহত

চকরিয়ায় প্রাইভেটকার দুর্ঘটনায় আইনজীবী আহত

চকরিয়া প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১৪ অপরাহ্ণ

কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ার মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কায় মাহমুদুল ইসলা্ম সুমন নামের এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার রিংভং এলাকায় রাত ৯ টার দিকে দুর্ঘটনা ঘটে। আহত সুমন মালুমঘাট হাইওয়ে থানার ইন্সপেক্টর মেহেদী হাসানের সহযোগিতায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সুমন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্যানেল আইনজীবী। 

জানতে চাইলে মাহমুদুল ইসলাম সুমন বলেন, গাড়িতে আমরা তিনজন ছিলাম। ঘটনা হচ্ছে রাস্তার দুপাশে মাটি ভরাট করায় বৃষ্টিতে সেই মাটি রাস্তায় এসে কাদায় পরিণত হয়। সেই কাদাযুক্ত রাস্তা চাকা পিছলে গিয়ে বিদ্যুৎ খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এসময় গাড়িতে এয়ার ব্যাগ ওপেন হয়ে যাওয়ায় আমরা বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে যাই।

 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট