
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আজগর নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের আলী আহমদের ছেলে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের কাসিম শহরের দুর্গম এলাকা থেকে কাজ শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজগর ছুটিতে দেশে এসে বিয়ে করে কিছুদিন আগে প্রবাসে ফিরে গিয়েছিলেন।
সৌদি আরবে তার এক প্রতিবেশী বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজ শেষে দুর্গম পাহাড় থেকে ফেরার সময় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে আজগর মারা যান। একই গাড়িতে থাকা আরও দুইজন শ্রমিক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আল কাসিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পূর্বকোণ/এএইচ