চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রে মেসির অনন্য কীর্তি

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৪৫ অপরাহ্ণ

ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মাঠে নামতে না পারলেও সুযোগ পেলেই ঝলক দেখাচ্ছেন লিওনেল মেসি। এবারও ব্যতিক্রম হলো না। নিউইয়র্ক সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে গড়লেন এমএলএস ইতিহাসে অনন্য এক রেকর্ড।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিউইয়র্কের সিটি ফিল্ড স্টেডিয়ামে ইন্টার মায়ামি ৪-০ গোলে হারায় নিউইয়র্ক সিটিকে। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন সুপারস্টার। এর মাধ্যমে টানা দুই মৌসুমে কমপক্ষে ৩৫ গোলে সরাসরি অবদান রাখা প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখালেন মেসি।
প্রথমার্ধের ৪৩ মিনিটে তার অ্যাসিস্ট থেকে গোল করেন মায়ামির মিডফিল্ডার ব্যালটেজার রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে নিজেই জালে বল জড়িয়ে দেন মেসি। এরপর ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ। তিন মিনিট পর (৮৬ মিনিটে) আবারও জালে বল পাঠান মেসি।
এই ম্যাচ শেষে চলতি মৌসুমে এমএলএসে মেসির গোল অবদান দাঁড়াল ৩৭-এ (২৪ গোল ও ১১ অ্যাসিস্ট)। এছাড়া এমএলএস কাপ প্লে-অফে করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট।
জয়ে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তিনে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া। দুইয়ে থাকা সিনসিনাটির সংগ্রহ ৫৮ পয়েন্ট।
পূর্বকোণ/ এএইচ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট