চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাউজানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পোল্ট্রি ফার্ম থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মোহাম্মদ ওসমানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটায় উপজেলার নোয়াপাড়া পলোয়ানপাড়া এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান একই ইউনিয়নের হাজী দুলা মিয়া সওদাগর বাড়ির দুদু মিয়ার ছেলে ।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আসামির দেওয়া তথ্যমতে, ইদ্রিসের পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম তল্লাশি করে পুলিশ দুটি এলজি, চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি, পিস্তলের ২২ রাউন্ড গুলি, সাতটি কার্তুজ, একটি কার্তুজের খোসা, তিনটি রামদা ও দুটি ধামা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওসমান দীর্ঘদিন ধরে  এলাকায়  চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার সহযোগী পলাতক শাহ আলমের বিরুদ্ধেও থানার মামলা রয়েছে।

পূর্বকোণ/ এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট