চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বড় ভাইয়ের বাসায় চুরি করে স্বর্ণ বিক্রির টাকা শ্বশুর বাড়িতে রেখেছিল ছোট ভাই
আটক ছোট ভাই মিজানুর রহমান

বড় ভাইয়ের বাসায় চুরি করে স্বর্ণ বিক্রির টাকা শ্বশুর বাড়িতে রেখেছিল ছোট ভাই

রাজীব রাহুল

২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৩১ অপরাহ্ণ

ডুপলিকেট চাবি দিয়ে প্রবাসী বড় ভাইয়ে ফ্ল্যাট থেকে ২৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় ছোট ভাই মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।নগরীর ২নং গেইট মেয়রগলির মা নূর মঞ্জিলের  ফ্ল্যাট থেকে ১২ সেপ্টেম্বরে সিসি টিভি ফুটেজ দেখে চুরির ঘটনায় দেবরের বিরুদ্ধে থানায় চুরির মামলা করে ভাবী সাইফা হায়াত (৩২)।

পরবর্তীতে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর রহমান নগর বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী  শুশর বাড়িতে অভিযান পরিচালনা চোরাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আল-আমিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মো. আল-আমিন খান  জানান, গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অভিযুক্তকে আদালতের আদেশে দুই দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়ে উদ্ধার করা হয় চোরাইকৃত ১০ ভরি ০৪ আনা ওজনের স্বর্ণালংকার ও গলিত স্বর্ণের পাত উদ্ধার করা হয়।এছাড়া চান্দগাঁও থানাধীন খাজারোড চিটাগাং টাওয়ার (১১তম তলা) আলমারীর ড্রয়ার হইতে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা, মোহরা এলাকার কাজিরহাটস্থ চররাঙ্গামাটিয়া স্কুলের পাশে চট্টল সুন্দরী জুয়েলার্সে অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত ৪ ভরি ওজনের ০১টি স্বর্ণের গলানো পাত উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে বর্ণিত আসামীর শ্বশুড় বাড়ীর বর্তমান ঠিকানায় অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত স্বর্ণ বিক্রির নগদ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপর স্বর্ণ বিক্রিত দোকান কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডস্থ বিনোদনী মার্কেটের ইকোনমিক জুয়েলারী দোকানে অভিযান পরিচালনা করিয়া চোরাইকৃত ০৪ ভরি ওজনের ০১টি স্বর্ণের গলানো পাত উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আজ তাকে আদালদে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট