চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে গোসল করতে নেমে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাহিদ বাগান বাজার ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার কামাল উদ্দীনের ছেলে।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের মামা মো. জসিম জানান, বিকেলে স্কুলছুটির পর ৫-৬ জন শিক্ষার্থী স্কুলের সাথে লাগোয়া একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে বাকিরা উঠে আসলেও নাহিদ উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করে।

 

প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দীন নূরী জানান, স্কুলছুটির পর ৫-৬ জন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। নাহিদুল সাঁতার কাটতে জানতো। সে যখন পানিতে ডুব যাচ্ছিল, তার বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টাও করেছিল। কিন্তু তারা না পেরে দ্রুত সকলকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট