চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে চলছে সড়ক অবরোধ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে চলছে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শহরে যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

এর আগে গতকাল মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তারা এ সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধকারীরা বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

 

এ ঘটনায় বিএনপি এক বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এ দাবি করেন।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন আমাদেরকে জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় শয়ন শীল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে থানায়ও মামলা হয়েছে। মেয়ের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট