
হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসিটিআই এর লাইসেন্স ব্যতীত আইসক্রিম তৈরির ক্ষতিকারক ঘন চিনি (সোডিয়াম সাইক্লেমেট) ব্যবহার করার অপরাধে ২ জনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান পৌর সদরে এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে বিএসিটিআই এর লাইসেন্স ব্যতীত আইসক্রিম তৈরি ক্ষতিকারক ঘন চিনি (সোডিয়াম সাইক্লেমেট) ব্যবহার করার অপরাধ প্যাকেজে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা,অননুমোদিত ফুড কালার ব্যবহার করার অপরাধে কৃষি ফার্ম রোডের ফয়জুল্লাহ আইস বারের স্বত্বাধিকারী বুলবুলকে ও মেখল রোডের ইসহাক মার্কেটের নিউ ফয়জিয়া আইস বারের স্বত্বাধিকারী মোঃ আলীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এ সময় অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
পূর্বকোণ/আরআর