চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই খুন
নিহত খোরশেদ আলম।

রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই খুন

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১১ অপরাহ্ণ

দিনমজুর হত্যাকান্ডের ২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়ির ৭০ ফুট দূরেই খুনের শিকার হলেন রাজমিস্ত্রী খোরশেদ আলম (৩৫)। নিহত মো. খোরশেদ আলম (৩৫) লালনগর ইউনিয়নের ঘাগড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।‎

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে এএসপি সার্কেল টিম নিয়ে গভীর রাতে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শীঘ্রই খুনের রহস্য উদঘাটন করে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।‎

 

‎নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) বলেন, ‘রাত ৯টার দিকে দোকান থেকে বিস্কুট নিয়ে ফিরছিলেন তিনি। হঠাৎ চিৎকার শুনে জানালা থেকে দেখি দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে জানতে পারি মসজিদের পাশে তার মরদেহ পড়ে আছে।’

 

উল্লেখ্য গত সোমবার জায়গা জমির বিরোধ নিয়ে প্রতিবেশীর ছুরিকাঘাতে রহমত উল্লাহ নামের এক দিনমজুর নিহত হন। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে আসামি আশরাফ আলী (২৮)কে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন কোদালা এলাকা হতে গ্রেপ্তর করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট