
খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে। আটক শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় বাড়ির পাশে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সরকারি কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্তমঞ্চে এক সমাবেশ করে।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল ভোর ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ পালনের ঘোষণা ও ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হয়।
সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা বক্তব্য রাখেন।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার পর একজনকে আটক করে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ