চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

লোহাগাড়ায় অবৈধ বালু পরিবহন, একজনকে অর্ধলাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় অবৈধ বালু পরিবহন, একজনকে অর্ধলাখ টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এক ট্রাক মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম।

 

জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম পলাশ দাশ। সে উপজলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় খোকন দাশের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট