চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বোয়ালখালীতে চোলাই মদসহ ২ যুবক গ্রেপ্তার

বোয়ালখালীতে চোলাই মদসহ ২ যুবক গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ১২০ লিটার চোলাই মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি সড়কের ওয়াসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামিরা হলে- আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া দুধকুমড়া গ্রামের খতির বাপের বাড়ির মো.হারুনের ছেলে আমিনুল হক(২৭) ও একই গ্রামের আজরা বাপের বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে মো. শওকত মিয়া (২৮)।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে চোলাই মদ হেফাজতে রাখার অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট