
চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ঝুঁকির বড় একটি কারণ হলো দুর্নীতি। কেবল বন্দরে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা গেলে দুর্নীতি অনেকাংশে হ্রাস করা সম্ভব বলে মন্তব্য করেন চট্টগ্রাম ও মোংলা বন্দরের প্রাক্তন চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) মোহাম্মদ শাহজাহান। ডিজিটালাইজেশনের মাধ্যমে বন্দরকেন্দ্রিক দুর্নীতি কমানো গেলেই বাংলাদেশের বন্দরগুলোকে আধুনিকায়ন, নিরাপত্তা জোরদার ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা যাবে বলেও উল্লেখ করেন কর্মশালার প্রধান অতিথি রিয়ার এডমিরাল (অব.) মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার এক অভিজাত হোটেলে দিনব্যাপী আয়োজিত ওশান সেন্টার্স বাংলাদেশ ‘ঝুঁকি থেকে স্থিতিশীলতা: নিরাপদ ও সবুজ বন্দর অগ্রযাত্রা’ শীর্ষক দ্বিতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট ও লয়েডস রেজিস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শীর্ষ সমুদ্র বিশেষজ্ঞ, প্রকৌশলী ও নীতিনির্ধারকরা বাংলাদেশের বন্দর উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় চারটি বিশেষজ্ঞ সেশন অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা, উদ্ভাবন, দুর্নীতি দমন এবং টেকসই বন্দর পরিচালনা বিষয়ে করণীয় নিয়ে মতামত তুলে ধরা হয়।
চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) মোহাম্মদ শাহজাহান বলেন, অকুপেশনাল সেফটি বা কর্মস্থলের নিরাপত্তা শুরু থেকেই অবকাঠামো নকশায় যুক্ত করতে হবে। নিরাপদ বন্দর কেবল দুর্ঘটনা প্রতিরোধ নয়, বরং দক্ষতা, পরিবেশবান্ধবতা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলভিত্তি।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান বলেন, বৈশ্বিক সর্বোত্তম চর্চা গ্রহণ করে বাংলাদেশ প্রশিক্ষিত জনশক্তিকে নীল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তর করতে পারে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ক্যাপ্টেন সায়িদ এম হাসান (অব.) বন্দর উন্নয়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৮, ৯ ও ১৩) সমন্বয়ের কৌশল তুলে ধরেন।
প্রান্তিক গ্রুপের প্রধান প্রকৌশলী মো. গোলাম সারোয়ার স্থানীয় প্রযুক্তিগত উদ্ভাবন, অটোমেশন ও ডিজিটাল সমাধান গ্রহণের মাধ্যমে বন্দর নিরাপত্তা, দক্ষতা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির আহবান জানান।
কর্মশালার সঞ্চালনায় ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম এবং পুরো আয়োজনের নেতৃত্ব দেন ওশান সেন্টার্স বাংলাদেশের কান্ট্রি লিড কমোডর (অব.) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
কর্মশালা শেষে নিরাপত্তা, উদ্ভাবন ও নীল অর্থনীতির দীর্ঘমেয়াদি ভিশন বাস্তবায়নে সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।